বাংলাদেশের প্রথম জাতীয় উদ্যান এটি যা বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন (১৯৭৪) অনুযায়ী ৫,০২২ হেক্টর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের আদলে অভয়ারণ্যের ছাঁচে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলা হয়। ১৯৮২ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এটি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে পরিচালিত হয়।
এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত।এর ভৌগলিক অবস্থানঃ ২৪°৫′৪৪.৯৮″ উত্তর ৯০°২৪′১৪.৪″ পূর্ব