সাতছড়ি জাতীয় উদ্যান-Satachari National Parks:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় রঘুনন্দন পার্বত্য রিজার্ভ বনভুমি ১৯১৪ সালে ঘোষিত হয় যা বর্তমানে ১০০০০ একর নিয়ে বিস্তৃত। পরবর্তীতে ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ. সংশোধন আইন অনুযায়ী ২০০৫ সালে — হেক্টর (৩৭৫০ একর ) বনভূমি নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। সাতছড়ি জাতীয় উদ্যানটি দুইটি বিট এ বিভক্ত ১। সাতছড়ি ২। তেল মাছরা।